মসজিদুল হারাম ও মসজিদুন নববী কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম বলেছন, ‘বর্তমান বিশ্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে ইসলামকে সম্পৃক্ত করা হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই এসবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যে কয়েকটি দেশ সফলতা দেখিয়েছে তার মধ্যে বাংলাদেশ একটি। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সফল হয়েছে।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মসজিদুল হারাম ও মসজিদুন নববী কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট এসব কথা বলেছেন।