জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও দুর্বল হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১ জুলাই শনিবার সকাল পৌনে ১০টার দিকে গুলাশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, জঙ্গিবাদ দমনে লন্ডন-প্যরিসের পুলিশ পারেনি, বাংলাদেশের পুলিশ পেরেছে। ওবায়দুল কাদের বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। আমাদের জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলেও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।
শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
আজকের বাজার: এলকে/এলকে ১ জুলাই ২০১৭