ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জঙ্গিবাদ, মৌলবাদ বিস্তারের মাধ্যম হিসেবে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘ফেসবুক কর্তৃপক্ষ আমাদের অভিযোগগুলোতে সারা দেওয়ার হার বাড়িয়েছে। দ্রুত অভিযোগগুলো সমাধানের জন্য আগামী ৩০ মার্চ তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জন্য আলাদা ডেস্ক চাইবো।’
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।