রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি সোমবার ২৭ নভেম্বর রাত থেকে ঘিরে রেখেছে র্যাব। চর আলাতলী গ্রামের ওই বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) রাজশাহী সদর কোম্পানির অধিনায়ক আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাড়িটি তাঁরা ঘিরে ফেলেন। ‘জঙ্গিদের’ আত্মসমর্পণ করার জন্য র্যাব মাইকে আহ্বান জানায়। কিন্তু ‘জঙ্গিরা’ ভেতর থেকে বিস্ফোরণ ঘটায়। বাড়িটিতে আগুন লেগে যায়। বাড়িটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।
মঙ্গলবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটি ঘিরে রেখেছে র্যাব। ঢাকা থেকে বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয়করণ দলের আসার অপেক্ষায় আছেন তারা।
আজকের বাজার: আরআর/ ২৮ নভেম্বর ২০১৭