নরসিংদী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সন্ধ্যার দিকে শহরের গাবতলী এলাকার একটি বাড়ি ঘিরে অবস্থান নিয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও পুলিশ সদস্যরা।
ঘটনাস্থলে থাকা র্যা ব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সংবাদমাধ্যমকে জানান,গাবতলী উত্তরপাড়ায় জামেয়া কাসেমিয়া মাদ্রাসার কাছে কবরস্থান সংলগ্ন ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
তিনি জানিয়েছেন, বাড়িটিতে নব্য জেএমবির পাঁচ-ছয়জন সদস্য নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এলে বাড়িটিতে অভিযান শুরু করা হবে।
আজকের বাজার:এলকে/এলকে/ ২০ মে ২০১৭