সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সৌদি আরবের বাদশাহর পাশে সবসময় থাকবে বাংলাদেশ, এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমাদের পবিত্র ধর্মের (ইসলাম) সন্মান যেন কেউ ক্ষুন্ন করতে না পারে এজন্য আমরা কাজ করবো।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেছেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ শুধু আমাদের দেশের সমস্যা তা নয়, এটা বিশ্বব্যাপী সমস্যা। সৌদির মহামান্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে যে উদ্যোগ নিয়েছেন; বিশ্বে যারা শান্তিতে বিশ্বাস করে, তাদেরকে নিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস দমনে ভূমিকা রেখে যাচ্ছেন। এই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এটাই বলতে চাই, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে তার (বাদশাহ) পাশে বাংলাদেশ সবসময় পাশে থাকবে। একই সঙ্গে আমরা কাজ করবো, যেন আমাদের পবিত্র ধর্মের সন্মান কেউ ক্ষুন্ন করতে না পারে।’