সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং গত ৩বছরে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ১০ ধাপ এগিয়েছে দেশটি। অতি সম্প্রতি প্রকাশিত সিডনি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স এ্যন্ড পিস-এর গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অগ্রগতি সবচেয়ে বেশি। দক্ষিণ এশিয়ারই দেশ আফগানিস্তানের পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটেছে। প্রতিষ্ঠানটি গুণগত ও পরিমাণগত ২৩টি সূচকের ভিত্তিতে বিশ্বের ১৬৩টি দেশের পরিস্থিতি বিবেচনায় বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০১৯ তৈরি করা হয়েছে। এতে ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান হচ্ছে ৩১তম স্থানে, ২০১৮-তে ছিল ২৫তম স্থানে এবং ২০১৭ সালে ছিল ২১তম স্থানে। সন্ত্রাসবাদ সূচকে বিশ্বের এক নম্বরের দেশটি হচ্ছে আফগানিস্তান এবং দ্বিতীয় নম্বরে রয়েছে ইরাক। প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে বাংলাদেশে ইসলামিক এস্টেটসহ ৮টি সন্ত্রাসী সংগঠন সক্রিয় ছিল এবং ২০১৮ সালে এসে এর ৫টিই নিস্ক্রিয় হয়ে যায়।খবর ভিওএ।
আজকের বাজার/লুৎফর রহমান