ঢাকা জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বন্ধের পর হাইকোর্টের নির্দেশে রাজধানীর লেকহেড গ্রামার স্কুল খুলে দেয়া হলেও আপিল বিভাগের নির্দেশে আবারও বন্ধ করে দেয়া হলো স্কুলটি। ১৯ নভেম্বর রোববার সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি এ নির্দেশ দেন।
এর আগে একই দিন সকালে স্কুলটির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গেল ৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রাজধানীর ধানমন্ডি ও গুলশানের দু’টি শাখাসহ লেকহেড স্কুল বন্ধ করে দেয় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না থাকা, ধর্মীয় উগ্রবাদে অনুপ্রেরণা, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতাসহ জাতীয় ও স্বাধীনতার চেতনাবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে বন্ধ করা হয় স্কুলটি।
পরে ৯ নভেম্বর স্কুলটির কার্যক্রম বন্ধ করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এর পর ১৪ নভেম্বর স্কুলটি ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়াও তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে স্কুল কর্তৃপক্ষর প্রতি নির্দেশ দেয়া হয়।
আজকের বাজার:এলকে/এলকে ১৯ নভেম্বর ২০১৭