পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি শহরে জঙ্গি হামলায় সেনা, জঙ্গি ও বেসামরিকসহ কমপক্ষে ১২২ জন নিহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরি জানান, নিহতদের মধ্যে ৩৫ জন বেসামরিক ও ৮০ জন জঙ্গি রয়েছে।
দেশটির সেনাবাহিনীর এক বিবৃতি জানানো হয়, মালি সীমান্তের আরবিন্দ শহরে ছড়িয়ে পড়া এ হামলার সহিংসতা বেশ কয়েক ঘণ্টা চলেছিল। এতে নিরাপত্তা বাহিনীরও সাত সদস্য নিহত হয়েছে।
ওই এলাকায় ঘন ঘন জঙ্গি হামলা হলেও মঙ্গলবারের ঘটনায় নিহতের সংখ্যা অনেক বেশি ছিলো বলে এতে জানানো হয়।
প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরি বলেন, ‘জঙ্গি হামলার পর সেনাবাহিনী বীরত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে পাল্টা জবাব দিলে ৮০ জন জঙ্গি নিহত হয়। এই বর্বর হামলার ফলে যে ৩৫ জন বেসামরিক নাগরিক মারা গেছেন তাদের বেশিরভাগই নারী।’
তবে এ হামলার সময় নারীরা কোথায় ছিলেন এবং কেন এতজন একসাথে মারা গিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বেশ কয়েকটি ইসলামিক চরমপন্থী গোষ্ঠী বুরকিনা ফাসোতে সক্রিয় থাকলেও এখনো পর্যন্ত কোন জঙ্গী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে নি।