বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি সব ধরণের চেষ্টা চালাচ্ছে। জনগণকে ঐক্যবদ্ধ করে তাকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সকালে তাঁতী দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক কারণেই মুক্তি পাচ্ছেন না খালেদা জিয়া। সরকার নির্লজ্জভাবে আদালতের কাজে হস্তক্ষেপ করছে। বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির বিষয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আওয়ামী লীগ জনগণের কষ্ট বুঝতে পারে না বলেই তারা বিদ্যুৎ-পানির দাম বাড়িয়েছে।
আজকের বাজার/আখনূর রহমান