বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সরকার গঠন করার কোনো কথা সংবিধানে নেই’ এমন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করেছেন। প্রধানমন্ত্রী শুক্রবার যে বক্তব্য দিয়েছেন তা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেছেন মওদুদ আহমেদ।
শনিবার ১৩ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসকাবের কনফারেন্স লাউঞ্জে এক প্রতিবাদ সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক সভার আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘কীভাবে ব্ল্যাকমেইল করে অপসারণ করানো যায় তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, প্রধান বিচারপতিকে অপসারণের মাধ্যমে সরকার সুপ্রিম কোর্টের স্বাধীনতার মৃত্যু ঘটিয়েছে।
বিএনপি নেতা আরো বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এবং আমাদের বিরুদ্ধে যতই মামলা দেওয়া হোক না কেন- কোনোকিছুর মাধ্যমে আমাদের দমিয়ে রাখতে পারবেন না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি সবকিছুর ঊর্ধ্বে উঠে সবার দুঃখ কষ্টের কথা বলতেন তবে জনগণ বাহবা দিতো। ভাষণে যদি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের রূপরেখা দিতেন, আমরাও বাহবা দিতাম। কাজেই তার জাতির উদ্দেশে দেয়া ভাষণ জনগণের গ্রহণযোগ্যতা অর্জন করেননি।
আয়োজক সংগঠনের সভাপতি ও এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিএনপির নির্বাহী সদস্য খালেদা ইয়াসমিন, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, যুগ্ম মহাসচিব তমিজউদ্দিন টিটু, ড. কাজী মনিরুজ্জামান মনির, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
আজকের বাজার : ১৩ জানুয়ারি ২০১৮