প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৯তম বিএমএ লং কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২০- এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে এ কথা বলেন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে বিশেষ করে নতুন ক্যাডেটদের আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ধরে রাখতে নিজেদের যথাযথভাবে গড়ে তুলতে বলেন।
‘আমি সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে বলতে চাই, বিশেষত নতুন ক্যাডেটদের সর্বদা মনে রাখতে হবে যে আমরা যুদ্ধে বিজয়ী জাতি। আমরা জাতির পিতার নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়েছি। সুতরাং, এটি মাথায় রেখে, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আমরা বিশ্ব দরবারে সর্বদা মাথা উঁচু করে চলতে পারি এবং দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে পারি,’ বলেন তিনি।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে সেনাবাহিনী আরও সফল, যোগ্য ও সুশিক্ষিত হবে কারণ দেশ ও জাতি সর্বদা তাদের জন্য গর্বিত।
বাংলাদেশ সেনাবাহিনীর দেশে ও বিদেশে দায়িত্ব পালন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব মঞ্চে দেশের মর্যাদাকে ধরে রাখতে সেনাবাহিনীকে সব দিক দিয়েই সক্ষম হওয়া উচিত।
‘আমাদের সেনাবাহিনীর সদস্যরা দেশ ও বিদেশে দায়িত্ব পালন করেন। সুতরাং, তাদের উচিত সব দিক থেকে দক্ষ ও ফিট থাকা এবং আন্তর্জাতিক মানের বাহিনী হওয়া যাতে তারা বিশ্বজুড়ে যেখানেই যান না কেন দেশের মর্যাদা অক্ষুন্ন রাখতে পারেন। আপনাদের এ সম্পর্কে সর্বদা সচেতন থাকতে হবে,’ তিনি বলেন।
অনুষ্ঠানে, ৭৯ তম বিএমএ লং কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মো. মাহমুদুল হাসান সামরিক বিষয়ে সেরা পারফরম্যান্সের জন্য সেরা ‘সোর্ড অব অনার’ এবং ‘সেনা প্রধান স্বর্ণ পদক’ পান।
প্রধানমন্ত্রীর পক্ষে, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ‘সোর্ড অব অনার’ এবং ‘সেনা প্রধান স্বর্ণ পদক’ মাহমুদুল হাসানের হাতে তুলে দেন।