খালেদা জিয়ার সাজায় জনগণের সাড়া না পেয়ে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে ধামরাইয়ের চৌহাটে বংশী সেতু উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নিজেদের দেশের গণতন্ত্র নিজেদেরকেই কায়েম করতে হবে। অন্যায় করলে দেশের জনগণের কাছে নালিশ করতে পারে সব রাজনৈতিক দল। বিদেশিরা দেশের গণতন্ত্র কখনো এনে দিতে পারবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আজকের বাজার : আরএম/১৪ ফেব্রুয়ারি ২০১৮