জনগণ আওয়ামী লীগকে ভোট দিতে প্রস্তুত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ আমাদের পক্ষে। ভোট দেবার জন্য প্রস্তুত, ভোট দেবে। কেউ যেন এখানে কোনো ষড়যন্ত্র করতে না পারে। নিজেদের মধ্যে বিভক্তি থাকলে সেখান থেকে ষড়যন্ত্র ঢুকতে পারে।

মঙ্গলবার ১২ ডিসেম্বর প্যারিসে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

সংবর্ধনায় ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে যোগ দেন।

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রেই কিছু করতে পারবে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন। নির্বাচনে আমাদের জয়ী হতে হবে। ইনশাআল্লাহ, জনগণের ভোটে আমরা জয়ী হবো।

তিনি বলনে, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। নির্বাচনের ৩ মাস আগে থেকে প্রচার শুরু হয়ে যায়। হাতে আর ৮-৯ মাস সময় আছে। আমাদের উন্নয়নের কাজগুলো খুব দ্রুত করতে চাচ্ছি। উন্নয়নের ছোঁয়াটা সাধারণ মানুষের কাছে যেন পৌঁছায়।

অাজকের বাজার: আরআর/ ১৩ ডিসেম্বর ২০১৭