রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুউদ্দিন আহমেদ ঝন্টু বলেছেন, রংপুরে উন্নয়নের স্বার্থেই জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। তিনি বলেছেন,সুষ্ঠুভাবে ভোট হলে আমি জয়ী হবো। প্রধানমন্ত্রী নিজে আমাকে মনোনীত করেছেন। তাই উন্নয়নের স্বার্থে জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।
বৃহস্পতিবার নগরীর গুপ্তপাড়ার সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
ঝন্টু বলেন, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে। এ পরিবেশ অব্যাহত থাকলে আমার জয় সুনিশ্চিত। এই ভোটের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। তাকিয়ে আছে জননেত্রী শেখ হাসিনা। নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রীর কাছ থেকে টাকা এনে রংপুরের বাকি উন্নয়ন করবো।
নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে নেবেন এমনটা জানিয়ে ঝণ্টু বলেন,নির্বাচনে একজন হারবে একজন জিতবে। আমি তো কেবল ভোট দিতে এলাম। এখনো কোনো কেন্দ্রে যাইনি। তারপরও বলবো, যদি সুষ্ঠুভাবে ভোট হয়, ফলাফল মেনে না নেওয়ার কোনো কারণ নাই।
আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বলেন,আমরা হারলে লাঠিও আনতে বলি নাই, রক্তের বন্যা বহাতেও বলি নাই। অনেকে বলছেন, তাঁরা হেরে গেলে রক্তের বন্যা বহাবেন। আড়াই হাতের লাঠি নাকি তৈরি হয়ে আছে। আমি জানি না আড়াই হাত লাঠি কেটে নিয়ে তারা কোনখানে ব্যবহার করবেন? তারা ভয় দেখিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। আপনারা ভোটের মাধ্যমে সেই জবাব দেবেন।
উল্লেখ্য, রংপুর সিটিতে দ্বিতীয়বারের মতো নির্বাচন হচ্ছে আজ। নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রে ১ হাজার ১২২টি বুথে ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার ভোট দিচ্ছেন। এর আগে ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথম ভোট হয়। সেবার সরফুদ্দিন আহমেদ ঝণ্টু প্রথম মেয়র নির্বাচিত হন।
আজকের বাজার: এলকে/ ২১ ডিসেম্বর ২০১৭