‘জনগণ চাইলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে’

আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জনগণ চাইলে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ জুলাই)পিজিআরের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের ভোটে জনগণ চাইলে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীতে বাংলাদেশের মানুষ যদি ভোট দিয়ে ক্ষমতায় আনে তাহলে সরকার গঠন করবো। আর যদি না দেয় তাহলে চিরদিন আপনাদের কথা মনে থাকবে। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তার জন্য দিন রাত, রোদ-বৃষ্টিতে ভিজে যে দায়িত্ব পালন করেছেন, সেটা আমার সবসময় মনে থাকবে।’

এ সময় প্রধানমন্ত্রী পিজিআর সদস্যদের উদ্দেশে বলেন, ‘দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে। উল্লেখ করেন, জনগণ চাইলে আগামী নির্বাচনেও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পেশাদারিত্ব, আনুগত্য ও শৃঙ্খলা মেনে কাজ করতে হবে পিজিআর সদস্যদের।’

এর আগে, পিজিআর এর প্রয়াত সদস্যদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় বাহিনীর পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক তুলে দেন পিজিআর প্রধান।

আরজেড/