আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক শুক্রবার বলেছেন, জনগণ বিএনপি-জামায়াতের ‘দু:শাসনে’ ফিরে যেতে চায় না।
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের এখনও বিএনপি-জামায়াতের দু:শাসনের কথা মনে আছে। সেই সময়ে তারা আর ফিরে যেতে চায় না। দেশে এখন সেই পরিস্থিতি নেই।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের পাশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সকল কাগজপত্র দেখার পর জামিন আবেদন নাকচ করা হয়েছে। এখন তারা গুটি কয়েকজন সমর্থক ধরে রাখার জন্য বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে।’
এসময় উপস্থিত ছিলেন- আইন সচিব গোলাম সারোয়ার, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।
আজকের বাজার/এমএইচ