স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
রোববার (২৪জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. দিলওয়ার বখতকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা) এবং ময়মনসিংহ বিভাগের কমিশনার জিএম সালেহ উদ্দিনকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসর প্রদান করা হয়েছে।
সরকারি চাকরি (অব) আইন, ১৯৭৪-এর ৯ (১) ধারা অনুযায়ী, আগামী ৩০ জুন থেকে তার অবসর কার্যকর হবে।
আজকের বাজার/এসএম