জনপ্রিয় কথাসাহিত্যিক শওকত আলী মারা গেছেন

জনপ্রিয় কথাসাহিত্যিক শওকত আলী আর নেই৷(ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।বৃহস্পতিবার ২৫জানুয়ারি সকাল সোয়া আটটায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিন ছেলসহ বহু আত্মীয়-স্বজন, ভক্ত-অনুরাগী রেখে গেছেন।কথাসাহিত্যিকের মৃত্যুতে দেশের সাহিত্যাঙ্গণে নেমে এসেছে শোকের ছায়া।
শওকত আলীর মেজ ছেলে আসিফ শওকত কল্লোল গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সকাল সোয়া আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ ছোট ভাই গালিব শওকত শুভ সিলেট থেকে ঢাকায় আসার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে৷ শওকত আলীর আরেক ছেলে ডা. আরিফ শওকত পল্লব এখন দেশের বাইরে আছেন৷
আসিফ শওকত কল্লোল জানান, গত ৬ জানুয়ারি কথাসাহিত্যিক শওকত আলীকে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে দেয়া হয়৷ পরে তাকে ল্যাবএইড হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়৷

শওকত আলী ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জন্মগ্রহণ করেন। সারাজীবন শিক্ষকতা করে পার করেছেন তিনি। চাকরি থেকে অবসর নেন সরকারি সঙ্গীত কলেজের অধ্যক্ষ হিসেবে। শিক্ষকতা থেকে অবসর নিয়ে রাজধানীর হাটখোলায় নিজ বাসভবনে নিভৃত জীবনযাপন করছেন তিনি।

আজকের বাজার:এসএস/২৫জানুয়ারি ২০১৮