বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে টেলি সামাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ শনিবার দুপুর দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
টেলি সামাদ স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
পশ্চিম রাজাবাজার জামে মসজিদে শনিবার বাদ মাগরিব অথবা এশার নামাজের পর টেলি সামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ মুন্সিগঞ্জের নয়াগাওয়ে নিয়ে যাওয়া হবে।
গত বছর যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি শেষে সেপ্টেম্বর মাসে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন টেলি সামাদ। পরে গত ডিসেম্বর মাসের ৪ তারিখে খাদ্যনালীতে সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শেষের দিকে রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিলো তার। গত ডিসেম্বরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন টেলি সামাদ।
প্রখ্যাত এই অভিনয়শিল্পী ১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন।
১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। চার দশকে ৬০০ বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেতা। আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমনি’ চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
সূত্র - ইউএনবি