বাংলাদেশ ডাক বিভাগের রাজশাহী-৬২০৩ অধীন অফিসের শূন্য পদগুলোয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নয় পদে মোট ১৬১ জনকে নিয়োগ দেয়া হবে।
পদের নাম : উচ্চমান সহকারী, মেকানিক, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পোস্টাল অপারেটর, ড্রাফটসম্যান, মেকানিক, ড্রাইভার (ভারী), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মিডওয়াইফ ও পাম্প অপারেটর পদে নিয়োগ দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ সমমান পাস অথবা ডিপ্লোমা পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও ওই পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর।
বেতন স্কেল : বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেয়া হবে।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://pmgnc.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা : ৬ অক্টোবর, ২০১৯ বিকেল ৫টা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন