মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন। জনসন টুইটারে এক ভিডিওতে তার নিজের করোনায় আক্রান্তের খবর দেয়ার পর ট্রাম্প শুক্রবার এ রোগমুক্তি কামনা করেন। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ঘনিষ্ঠ বন্ধুত্বের জন্যে প্রধানমন্ত্রী জনসনকে ধন্যবাদ জানান এবং তার দ্রুত রোগমুক্তি কামনা করেন।
বিবৃতিতে আরো বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী জনসন করোনা মোকাবেলা এবং বিশ্ব অর্থনীতি জোরদারে জি ৭, জি ২০-সহ অন্যান্য আর্ন্তজাতিক অংশীদারদের সাথে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন। এছাড়া উভয়নেতা যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আগের চেয়ে আরো শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান