দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২৯ মার্চ জনসভা করতে চায় বিএনপি। জনসভার অনুমতির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে বিএনপি।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর আগে তিন দফায় গত ২২ ফেব্রুয়ারি এবং ১২ ও ১৯ মার্চ জনসভা করতে চেয়েও অনুমতি পায়নি দলটি।
আজকের বাজার/আরজেড