সার্বিক বিশ্ব পরিস্থিতি বিবেচনায়
৯ম সাইকেল লেন দিবস ২০২০ আজ
সোমবার বিকেল ৬টায় ব্রেনএন্ড লাইফ হসপিটাল গ্রীন রোড কার্যলয়
সেমিনার রুমে
করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে চলা ৯ম সাইকেল লেন দিবসের
অনুষ্ঠান সাময়িকভাবে
স্থগিত ঘোষনা করেন।
(৩) এপ্রিল প্রথম শুক্রবার ২০২০
সকাল ১০টা, কেন্দ্রীয় শহীদ মিনার
শিশু কিশোর চিত্রাংকন,
সাইকেল শোভাযাত্রাও সাংস্কৃতিক অনুষ্ঠান
জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণে
পূর্নবিন্যাস করা হয়েছে।
, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস
তিনি এ তথ্য জানানএবং সকল যাত্রিবাহীদের
নিরাপদ পথগমনে সাইকেলে চলাচল করতে বলেন এবং গণপরিবহনে যতটা সম্ভব
সতর্ক ও সচেতন এবংপরিচ্ছন্ন থাকার পরামর্শ
দিয়েছেন। পরিষদের উপদেষ্টা ব্রেন এন্ড লাইফের স্বত্বাধিকারী ফখরুল হোসেন তিনি বলেন বিশ্ব পরিস্থিতি আজ করোনাভাইরাসে যে আক্রান্ত হচ্ছে তাতে আমরা চিন্তিত ও মানবিক কল্যাণ ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কামনা করেন এবং
কফ থুতু যত্রতত্র না ফেলা ও
নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহবান জানিয়ে
সবাই কে সতর্ক থাকার পরামর্শ দেন
সভাপতি কে ধন্যবাদ জ্ঞাপন জানান সচেতন মূলক পদক্ষেপ নেয়ার জন্য
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ , সাইকেল লেন দিবসের আহবায়ক ও রংতুলি একাডেমির অধ্যাপিকা আনিকা আক্তার উর্মি,সাংবাদিক আব্দুল লতিফ,পরিষদের অনুষ্ঠান সমন্বয়ক মাহমুদুল হাসানও কবিতা।