আজ আনুশকা শর্মার ৩০ তম জন্মদিন। গত বছর ডিসেম্বরে বিয়ে করেছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহেলি এবং বলিউডের জনপ্রিয় এ তারকা। বিয়ের পরে এটা আনুশকার প্রথম জন্মদিন। তাই বিরাট কীভাবে স্ত্রীর জন্মদিন উদযাপন করলেন তা নিয়ে অনেকেরই কৌতুহল রয়েছে।
বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিন বলে কথা। তাই তার জন্মদিন উদযাপন করবেন না বিরাট তাই কী হয়?
আনুশকার জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেই জন্মদিন উদযাপন করলেন বিরাট কোহলি। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন,' শুভ জন্মদিন প্রিয়তমা, আমার জানা অন্যতম সৎ ও ইতিবাচক মানসিকতার মানুষ,ভালোবাসি তোমায়'।
গত বছর ডিসেম্বরে ইতালির টাস্কানিতে রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বিরাট কোহলির -আনুশকা জুটির বিয়ে হয়। আপাতত আনুশকা তার নতুন ছবি 'সুই ধাগা- মেড ইন ইন্ডিয়া'র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে জন্মদিন উদযাপনের জন্য শুটিং থেকে কিছুটা সময় বিরতি নিয়ে তিনি ছুটে এসেছিলেন স্বামীর কাছে।
আজকের বাজর/ এমএইচ