জন্মদিনে ইমনের পাশে লাল শাড়িতে পূর্ণিমা

শুটিং স্পটে ইফতার শেষে ইমন জন্মদিনের কেক কেটেছেন, সঙ্গে ছিলেন পূর্ণিমা।

জন্মদিন ছিলো ২৮ মে ছিল। শুটিং স্পটে ইমনের জন্মদিনের আনুষ্ঠানিকতার লাল শাড়িতে অভিনেত্রী পূর্ণিমা পাশে ছিলেন ।

ইমন-পূর্ণিমার জুটি এবারই প্রথম নয়। ২০১১ সালে ‘মায়ের জন্য পাগল’ নামের একটি সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। এরপর কয়েকটি বিজ্ঞাপনেও জুটি বেঁধে কাজ করেছেন ইমন ও পূর্ণিমা।

ঈদের জন্য নির্মিত টেলিছবি ‘রোদ্দুরে তোমাকে পেয়েছি একদিন’-এ অভিনয় করছেন তারা দু’জনে। এর রচনা ও পরিচালনা করছেন রাজিবুল ইসলাম রাজিব।

আজকের বাজার/আরআইএস