শুটিং স্পটে ইফতার শেষে ইমন জন্মদিনের কেক কেটেছেন, সঙ্গে ছিলেন পূর্ণিমা।
জন্মদিন ছিলো ২৮ মে ছিল। শুটিং স্পটে ইমনের জন্মদিনের আনুষ্ঠানিকতার লাল শাড়িতে অভিনেত্রী পূর্ণিমা পাশে ছিলেন ।
ইমন-পূর্ণিমার জুটি এবারই প্রথম নয়। ২০১১ সালে ‘মায়ের জন্য পাগল’ নামের একটি সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। এরপর কয়েকটি বিজ্ঞাপনেও জুটি বেঁধে কাজ করেছেন ইমন ও পূর্ণিমা।
ঈদের জন্য নির্মিত টেলিছবি ‘রোদ্দুরে তোমাকে পেয়েছি একদিন’-এ অভিনয় করছেন তারা দু’জনে। এর রচনা ও পরিচালনা করছেন রাজিবুল ইসলাম রাজিব।
আজকের বাজার/আরআইএস