আজ সালমান খানের জন্মদিন। তার আগেই তিনি সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়ে বসে আছেন। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি মুক্তি পেয়েছে গত শুক্রবার। মুক্তির প্রথম দিন আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবি বক্স অফিসে হিট। সব জল্পনা কল্পনাকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে টাইগার। এ পর্যন্ত ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তির পর ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে ফেলেছে।
বছরজুড়ে ‘বাহুবলী দ্য কনক্লুশন’ ছাড়া বলিউডের বড় বাজেটের আর কোনো ছবিই দর্শকদের সন্তুষ্ট করতে পারেনি। যদিও সেটি মূলত হিন্দিতে ডাবিং করা দক্ষিণের ছবি। শাহরুখ খানের ‘যব হ্যারি মেট সেজাল’,আশার আলো দেখাতে পারেনি। বছরের মাঝামাঝি সময়ে ‘টিউবলাইট’ দিয়ে আলো ছড়াতে না পারলেও সালমান কিন্তু বছর শেষে ঠিকই দান মারলেন।
বিশ্বজুড়ে ৫ হাজার ৭০০ পর্দায় মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রযোজনায় ব্যয় হয়েছে ১৩০ কোটি আর প্রচারণায় ২০ কোটি রুপি। ছবিটি তৈরি হয়েছে দেড়’শ কোটি রুপির বাজেটে। যশরাজ ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্র ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল। সাল্লুকে জন্মদিনের শুভেচ্ছা।
আজকের বাজার: সালি/২৭ ডিসেম্বর ২০১৭