নিজের ২৯তম জন্মদিনটা স্মরণীয় করে রাখতে পারলেন না বাংলাদেশী ওপেনার লিটন কুমান দাস। চলমান ওয়ানডে বিশ্বকাপে গতকাল চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পেসার ট্রেন্ট বোল্টের বলে ফাইন লেগে ম্যাট হেনরির হাতে ক্যাচ তুলে দিয়ে কোন রান না করে প্রথম বলেই সাজঘরের পথ ধরেছেন লিটন।
প্রথমে ব্যাটিং পেয়ে ইনিংসের প্রথম বলেই লিটন উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ফাইন লেগে দারুন এক ক্যাচে তাকে সাজঘরের পথ দেখান ম্যাট হেনরি। গতকাল ক্যারিয়ারের ৮০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামা লিটন এ পর্যন্ত ২৩৩৯ রান সংগ্রহ করেছেন। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংস।
ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে পঞ্চমবার মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হলেন লিটন। ওপেনিংয়ে নেমে চতুর্থবার। ইনিংসের প্রথম বলে এ নিয়ে দ্বিতীয়বার। এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে আউট হয়েছিলেন ইনিংসের প্রথম বলে।
এবারের বিশ^কাপে আফগানিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচটিতে ১৩ রান করার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে বাংলাদেশ পরাজিত হলেও লিটন করেছিলেন দলের সর্বোচ্চ ৭৬ রান।
লিটনের উইকেটের মাধ্যমে অভিজ্ঞ ফাস্ট বোলার বোল্ট ওয়ানডেতে ১৯৯তম উইকেট দখল করেন। এরপর তাওহিদ হৃদয়ের উইকেট দখলের মাধ্যমে ২০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বোল্ট। (বাসস/এএফপি)