বাংলাদেশ ও বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশে গুগল তার ডুডল পরিবর্তন করেছে।
২৩ অক্টোবর, মঙ্গলবার শামসুর রাহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে গুগলের এই ডুডলে কবির একটি স্ক্যাচ তৈরি করা হয়েছে।
এদিকে কবির জন্মদিন উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি মঙ্গলবার বিকেলে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে একক বক্তৃতা করবেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান। সভাপতিত্ব করবেন কবি আসাদ চৌধুরী।
১৯২৯ সালের এদিনে ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন কবি শামসুর রাহমান। তার পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। কবির বাবা মুখলেসুর রহমান চৌধুরী, মা আমেনা বেগম।
আধুনিক বাংলা কাব্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের পড়াশোনায় হাতেখড়ি পোগোজ স্কুলে। ঢাকা নগরেই তার বেড়ে ওঠা। নাগরিক কষ্ট, দুঃখ-সুখ তার কবিতায় বিশেষভাবে উঠে এসেছে।
জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে এই কবি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির সব আন্দোলন-সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফিরে ফিরে এসেছে তার কবিতায়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। তার ৬০টি কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থ শতাধিক।
শামসুর রাহমান দৈনিক বাংলার সম্পাদক হিসেবে কাজ করেছেন অনেক দিন। তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭) এবং স্বাধীনতা পদকসহ (১৯৯১) দেশ-বিদেশের অনেক পুরস্কার অর্জন করেন। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি মারা যান।
আজকের বাজার/এমএইচ