সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন খরচ ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ১৮ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ থেকে আগামী ৪৫ দিন কোনো প্রকার ফি ছাড়াই জন্ম ও মৃত্যু নিবন্ধন করা যাবে।
বর্তমানে দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে ২৫ টাকা খরচ পড়বে। বিদেশে অবস্থানরত প্রবাসীরা এ সেবা নিতে পারবেন ১ ডলারে। যার মেয়াদ থাকবে ৫ বছর। আগে দেশে এ নিবন্ধন করতে ১০০ টাকা খরচ হতো এবং বিদেশে ২ ডলার লাগতো।
১০ বছরের জন্য স্বতন্ত্র জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে দেশে ৫০০ টাকা এবং বিদেশে ১০ ডলার খরচ হবে। ১০ বছর অতিক্রম করলে নতুন কোনো নিবন্ধন গ্রহন করা হবে না বলে জানানো হয়েছে।
বর্তমানে দেশে জন্ম তারিখ সংশোধন করতে ১০০ টাকা ও বিদেশে ২ ডলার খরচ হবে।
তথ্য পরিবর্তন করতে আগে দেশে খরচ হতো ৫০০ টাকা এবং বিদেশে ১০ ডলার। বর্তমানে আবেদনকারীরা তাদের নাম, বাবা- মায়ের নাম ও ঠিকানা পরিবর্তন করতে খরচ পড়বে ৫০ টাকা এবং বিদেশে ১ ডলার।
আজকের বাজার: আরআর/ ১৯ ডিসেম্বর ২০১৭