দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ইতিমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। দ্বিতীয় দফায় মুশফিকুর রহিমদের সাথে যাওয়ার কথা ছিল ডানহাতি ফাস্ট বোলার রুবেল হোসেনের। কিন্তু বোর্ডিং পাস সংক্রান্ত ঝামেলার কারণে দক্ষিণ আফ্রিকার বিমান ধরা হয়নি রুবেলের। বিমানবন্দর থেকে ফিরে যেতে হয়েছে রুবেলকে।
সতীর্থরা রুবেলকে ছেড়েই পাড়ি জমিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। রুবেল গুণছেন অপেক্ষার প্রহর। সতীর্থদের মতো ভিসা পেলেও বিপত্তি বেঁধেছে। বিমানের যাত্রীর তালিকায় ছিল না রুবেল হোসেনের নাম। তাই রুবেল বোর্ডিং পাস পাননি। ফিরে যান বাসায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আশাবাদ ব্যক্ত করেছেন রুবেলের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে। তিনি জানান ভুলটা হয়েছে দক্ষিণ আফ্রিকার ভিসা অফিসের। তবে টেস্ট সিরিজের আগেই রুবেল হোসেন দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রাখতে পারবেন বলে আশাবাদী তিনি।
তিনি বলেন, “ভিসা সংক্রান্ত কিছু ভুল হয়েছে। দক্ষিণ আফ্রিকার ভিসা অফিসের ভুল। ওর জন্ম তারিখ নিয়ে ঝামেলা হয়েছে। সমস্যার সমাধান হতে আরও দু-একদিন লাগবে। টেস্ট সিরিজের আগেই সে যেতে পারবে।”
রুবেল হোসেনের ফিরে আসার ঘটনাটি গুরত্বের চোখে দেখছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা হারুণ লরগাত। এমন সমস্যায় কিছুটা বিস্মিতও তিনি।
বাংলাদেশের জন্য রুবেল হোসেনকে গুরুত্বপূর্ণ ও দরকারী খেলোয়াড় হিসেবে আখ্যা দেন আকরাম খান। এ ধরণের ভুল বোঝাবুঝির জন্য রুবেলকে বঞ্চিত করা যাবে না বলে জানান তিনি। তিনি জানিয়েছেন ইতোমধ্যে রুবেলের জটিলতাটি নিয়ে কাজ করা শুরু করেছে বিসিবি।
তিনি বলেন, “আশা করি, আজ-কালের মধ্যে সমাধান হয়ে যাবে। আর সমাধান তো হতেই হবে। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তাকে বাংলাদেশের দরকার আছে।”
দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
আজকের বাজার: সালি/২০ সেপ্টেম্বর ২০১৭