শিক্ষক চাকরীচ্যুত: পরীক্ষা বর্জন করে জবি শিক্ষার্থীদের আন্দোলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির আহমেদকে চাকরীচ্যুত করার প্রতিবাদে পরীক্ষা বর্জন করে আন্দোলনে করছে শিক্ষার্থীরা।

সোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১১ তম ব্যাচের ইংরেজি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এ আন্দোলন করছে।

জানা যায়, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সময় মতো শিক্ষক উত্তরপত্র নিয়ে উপস্থিত হলেও শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করেনি।

শিক্ষার্থীরা জড়ো হয়ে নাসির আহমেদকে স্বপদে বহালের দাবিতে মিছিলসহ বিক্ষোভ প্রদর্শন করে। এ বিক্ষোভের ফলে কলা ভবনের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক নাসির আহমেদকে অনৈতিক উপায়ে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এই অনিয়মের বিরুদ্ধেই আমাদের আজকের অবস্থান। শিক্ষার্থীবান্ধব এই শিক্ষককে তার চাকরি ফিরিয়ে দেওয়া হোক।

আরজেড/