জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে ১২তম ব্যাচের (২০১৬-১৭ শিাবর্ষ) নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেয়া হয়েছে পঞ্চম ব্যাচের (২০১৩-১৪ শিাবর্ষ) বিদায় সংবর্ধনাও।
সোমবার ২৪ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে জবি ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মাদ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগের প্রধান ডা. শোয়েবুর রেজা চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিার্থীদের ফুল দিয়ে বরণের পাশাপাশি বিদায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।
আজকেরবাজার: আরআর/ ২৪ এপ্রিল ২০১৭