জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গত ১ এপ্রিল ছাত্রলীগের দু’পক্ষের সংর্ষের ঘটনায় এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রীলীগ।
মঙ্গলবার জবি শাখার কর্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা।
তিনি জানান, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো হয়েছে। একই সঙ্গে গত ১ এপ্রিলের ঘটনা তদন্তের জন্য ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাসেল/