সিম রিপ্লেসমেন্টের নামে প্রায় ৯০০ কোটি টাকা ফাঁকি দেওয়ার অভিযোগে দেশের চারটি বেসরকারি মোবাইল অপারেটরকে চূড়ান্ত দাবিনামা জারি করা হয়েছে।
২০ নভেম্বর সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-মূল্য সংযোজন কর শাখা এ দাবিনামা জারি করেছে।
চূড়ান্ত দাবিনামা জারির পর বকেয়া রাজস্ব পরিশোধে ব্যর্থ হলে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে চার মোবাইল অপারেটরের গ্রামীণফোন লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করা হতে পারে।
চারটি মোবাইল অপারেটরের মধ্যে গ্রামীণফোন লিমিটেড সবচেয়ে বেশি ৩৭৮ কোটি ৯৫ লাখ ৩৭ হাজার ৮২০ টাকা ২২ পয়সার রাজস্ব ফাঁকি দিয়েছে।
এর পরে বাংলালিংক ১৬৮ কোটি টাকা, ৯১ হাজার ৪৯ হাজার ৫২ টাকা ৪৪ পয়সা, রবি ২৮৫ কোটি ২০ লাখ ৯০ হাজার ৫৩৫ টাকা ৭ পয়সা এবং এয়ারটেলের ৫০ কোটি ২৬ লাখ ৯৮ হাজার ৩২২ টাকা ৫৯ পয়সা রাজস্ব ফাঁকি দিয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ২০ নভেম্বর ২০১৭