গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীর খান (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার ২৭ মে সকালে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ নিহতের চাচাতো ভাই লুৎফর খান (৩২) ও আলমগীর খানকে (৩৫) আটক করেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনুর জানিয়েছেন, জাহাঙ্গীর খানের সাথে তার আপন চাচাতো ভাই লুৎফর খান ও আলমগীর খানের সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
শনিবার সকালে এ নিয়ে তাদের সাথে পারিবারিক কলহের এক পর্যায়ে দুই পারিবারের মধ্যে মারপিট শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন জাহাঙ্গীর খানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার: আরআর/ ২৭ মে ২০১৭