জমিজমা সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে হত্যা

 গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীর খান (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার ২৭ মে সকালে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ নিহতের চাচাতো ভাই লুৎফর খান (৩২) ও আলমগীর খানকে (৩৫) আটক করেছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনুর জানিয়েছেন, জাহাঙ্গীর খানের সাথে তার আপন চাচাতো ভাই লুৎফর খান ও আলমগীর খানের সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।

শনিবার সকালে এ নিয়ে তাদের সাথে পারিবারিক কলহের এক পর্যায়ে দুই পারিবারের মধ্যে মারপিট শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন জাহাঙ্গীর খানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের বাজার: আরআর/ ২৭ মে ২০১৭