জমি কেনা-বেচায় সরকার নির্ধারিত সর্বনিম্ন মূল্য পদ্ধতি আর থাকছে না। অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা পাচার রোধে আগামী ২০১৭-১৮ সালের বাজেটে জমির নির্ধারিত মূল্য পদ্ধতি তুলে নেওয়ার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শনিবার, সচিবালয়ে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধি দলের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি। বৈঠকে ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত।
অর্থমন্ত্রী বলেন, জমি কেনাবেচায় প্রকৃত বাজারমূল্য প্রতিফলিত না হওয়ায় রেজিস্ট্রেশনের সময় জমির মূল্যের বড় একটি অংশ গোপন করে সংশ্লিষ্টরা কালো টাকার মালিক হচ্ছেন।
তিনি বলেন, জমি কেনাবেচায় অপ্রদর্শিত অর্থই কালো টাকার অন্যতম উৎস। পরবর্তীতে এ কালো টাকা তারা বিদেশে পাচার করে। তা্ই পাচার বন্ধে আগামী বাজেটে জমির সর্বনিম্ন নির্ধারিত মূল্য পদ্ধতি তুলে দেওয়া হবে ।
আজকের বাজার:এলকে/এলকে/১৩ মে,২০১৭