পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাঁচপুরের খাসপাড়া মৌজায় এ জমি কেনা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
জানা যায়, প্রতিষ্ঠানটি কাঁচপুরের খাসপাড়া মৌজায় মোট শূণ্য দশমিক ৩৭৯৪ একর বা ৩৭ দশমিক ৯৪ ডেসিমেল জমি কিনবে । যার মূল্য দাঁড়াবে ১ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকা।
উল্লেখ্য, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে ১৯৮৯ সালে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ টাকা। প্রতিষ্ঠানরে মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬ টি। আর উদ্যোক্তা পরিচালকদের কাছে ২৭ দশমিক ৭৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৩৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩৯ দশমিক ৮৪ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক শূণ্য ৫ শতাংশ শেয়ার আছে।