পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ট্যানারি জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির ২৮০তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি সাভার থানার কান্দি বায়লারপুর মৌজায় ৯.২৭ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই জমি কিনতে ব্যয় হবে (নিবন্ধনসহ) ৫২ লাখ ৪২ হাজার টাকা।
৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ৫ টাকা ৯৭ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ছিল ৭৪ টাকা ৭২ পয়সা।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির উদ্যোক্তা পরিচালকের কাছে ৩৮.৬৮ শতাংশ শেয়ার রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.৭৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৪৪.৫৫ শতাংশ।
সুত্র: অর্থসূচক