প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৮.৮৫ একর জমি কিনবে। এই জমি চট্টগ্রামের সিতাকুন্ডে অবস্থিত। কোম্পানিটি চলমান ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্য জমি কিনবে।
রেজিস্ট্রেশন খরচসহ জমির আনুমানিক ব্যয় ৭৩ কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছে।
প্রসঙ্গত, জিপিএইচ ইস্পাতের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৪৪ পয়সা।
আর ৩ মাসে প্রতি ইপিএস হয়েছে ৬৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৬৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির এনএভি হয়েছে ১৬ টাকা ৯২ পয়সা।