জমি কিনবে ট্রাস্ট ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ব্যাংক খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড জমি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুয়ায়ী কোম্পানিটি ২৭.২৬ কাঠা জমি ক্রয় করবে।

জানা যায়, কোম্পানিটির হেড অফিসের ট্রানিং একাডেমির জন্য নারায়নগঞ্জ, রূপগঞ্জে অবস্থিত ২৭.২৬ কাঠা জমি কিনবে। জমি কিনতে রেজিস্ট্রেশন খরচ, ভ্যাট ও ট্যাক্সসহ মোট ৩৪ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

উল্লেখ্য, নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলেই এ জমি ক্রয় করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।