জমি কিনবে বিএসআরএম লিমিটেড

জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম)।

৫ জুন সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, কোম্পানির গুদামঘরের জন্য ষোলশহর শিল্প এলাকার নাসিরাবাদ মৌজায় ২ দশমিক ৪৯ একর জমি কেনা হবে। জমিটি কিনতে প্রায় ৪২ কোটি টাকা খরচ হবে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভু্ক্ত হয়।

আজকের বাজার:এলকে/এলকে/৫জুন ২০১৭