পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকের প্রধান শাখা বর্ধনে জমি ক্রয় করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ রাজধানীর সেক্টর ০৪, রোড- ২২৬, প্লট ৩৩, পূর্বাচল নিউ টাউনে ১৫ দশমিক ৮৬ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় হবে ২৪ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংকের অনুমতিসাপেক্ষে জমি ক্রয় করা হবে।