জম্মু-কাশ্মীর বার অ্যাসোসিয়েশন সভাপতির বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ

জঙ্গিদের অর্থ সরবারহের অভিযোগে জম্মু-কাশ্মীরের বার অ্যাসোসিয়েশনের সভাপতি মিয়ান আবদুল কায়ুমকে নোটিস পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। ৬ সেপ্টেম্বর বুধবার তাকে হাজিরা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানি জঙ্গিদের অর্থ সরবারহের অভিযোগেই মিয়ান আবদুল কায়ুমকে এ নোটিস পাঠানো হয়েছে। অবশ্য এ বিষয়ে মুখে কোনো মন্তব্য করেননি মিয়ান আবদুল কায়ুম।

এর আগে হুরিয়ত কনফারেন্স নেতা সৈয়দ আলি শাহ গিলানি সহ তাঁর জামাই এবং জম্মু কাশ্মীরের আরও বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করে পুলিস। ইতিমধ্যেই তাঁদের জেরা করে সামনে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। পাকিস্তানের একাধিক জঙ্গি গোষ্ঠীর অর্থ ভাণ্ডারে টান পড়লেই উপত্যকার হুরিয়ত সহ একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতার সঙ্গে যোগাযোগ করা হত এবং তাঁদের ভয় দেখিয়েই অর্থ সংগ্রহ করা হত বলে জেরায় স্বীকার করেছেন অভিযুক্তরা।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

আজকের বাজার : এমএম / ৬ সেপ্টেম্বর ২০১৭