জম্মু-কাশ্মীরে পাকিস্তান থেকে অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার জম্মু-কাশ্মীরের তাংধার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা কোন জঙ্গি সংগঠনের তা জানা যায়নি। তবে এই ঘটনার পর জঙ্গিবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। কাশ্মীর নিয়ে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ প্রতিবেশি ভারত ও পাকিস্তানের বিরোধ দীর্ঘদিনের।
ভারতের অভিযোগ, কাশ্মীরের পরিস্থিতি অশান্ত করতে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে ভারতে পাঠাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছে পাকিস্তান।
আরজেড/