জম্মু-কাশ্মীরে আবার জঙ্গি হামলা, জম্মু-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। ওই বিস্ফোরণে দু’জন আহত হওয়ার খবর মিলেছে। যদিও ভারতীয় সরকারি সূত্রে এখনও কোন কিছু জানানো হয়নি।
স্থানীয় সূত্রে খবর, শ্রীনগরে জম্মু-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে একটি গ্রেনেড বিস্ফোরণের পরেই এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর কর্মীরা পৌঁছে এলাকা ঘিরে ফেলে। আহত দু’জনকে পাঠানো হয় হাসপাতালে।
বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের কাছে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষ আহত হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে স্যার সৈয়দ গেটের কাছে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন, আর তখনই ঘটনাটি ঘটে।
আজকের বাজার/লুৎফর রহমান