জম্মু-কাশ্মীরে নিহত ৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ৮ জন নিহত হয়েছেন।এছাড়া ১ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময় রবিবার ভোর রাত থেকে দিয়ালগাম এলাকায় অভিযানকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ৪ জন সদস্য আহত হয়েছেন।

কর্মকর্তারা জানায়, সোপিয়ানের আরো একটি স্থানে এখনো অভিযান চলছে। সেখানে কয়েকজন সন্ত্রাসী লুকিয়ে আছে। বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বানিহাল ও শ্রীনগরের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়াও দক্ষিণ কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছেন।

আজকের বাজার/আরজেড