সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় জয়পুরহাটে উদযাপন করা হলো জাতীয় সমাজসেবা দিবস -২০২৪।
জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মোঃ ইমাম হাসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ। আলোচনা সভায় সমাজসেবা বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক মোঃ সালেকুল ইসলাম।
শহর সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসো'র নির্বাহী পরিচালক মোঃ মতিনুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, জেলা ব্র্যাক প্রতিনিধি আরিফুল ইসলাম, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক হরিপাল চন্দ্র, একশান ইন লাইটের নির্বাহী পরিচালক ড. সাজ্জাদুল বারী প্রমূখ। জেলার সমাজসেবা বিভাগের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। (বাসস)