(বাসস): তিনদিন ব্যাপী ‘বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা’ আজ বৃহস্পতিবার জয়পুরহাটে উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১টায় ইন্সটিটিউট অব মাইনিং মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) জয়পুরহাট ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান। প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন বিসিএসআইআর সদস্য ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেন।
‘বিজ্ঞান নিয়ে পড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএমএমএম’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আমিনুর রহমান। বক্তব্য রাখেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম।
মেলায় ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪০ জন শিক্ষার্থী ১২০টি গবেষণা প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই মেলা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।