জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারদফা দাবিতে রোডমার্চ কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ঘোষিত দরেজিস্ট্যান্স উইক' উপলক্ষে বৃহস্পতিবার কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা এই কর্মসূচি পালন করে।
কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা ব্যানারে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বেলা ১২টায় সার্কিট হাউস এলাকা থেকে রোডমার্চ কর্মসূচি শুরু করে। শহরের প্রধানগুলো সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্ট পাচুরমোড় এলাকায় সমবেত হয়ে বিক্ষোভ করে।
রোডমার্চ কর্মসূচি শেষে সমবেতদের উদ্দেশ্যে চারদফা দাবি জানিয়ে বক্তৃতা করেন- জয়পুরহাটের সমন্বয়ক হাসিবুল হক সানজিদ। (বাসস)